[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো..
কেউ না , কখনই না , কোনদিনই না , হবে না মায়ের তুল্য ।
সেই মা আর তার অকৃত্রিম অবারিত, অনন্ত দরদ বোঝার মতো কোন বোধ নেই এই জগতে। সে কেবল মা ই জানে। মা ই জানে তার কাছে তার সন্তান কত আপন।
সেই মাকে একদিনের দিবসে বাধার দুঃসাহস আমার নেই।
মা আমার প্রতিটি অনুক্ষনের , মা আমার অস্তিত্ব। আমার মাঝেই মা , মা ছাড়া আমি ছিলাম না আমি নেই।
তব্ওু মাকে সম্মান দেখাতে ক্ষুদ্র প্রয়াস হয়তো এই মা দিবস।
মাকে অভিনন্দন জানানোর মতো শ্রেষ্ঠ সম্ভার আমার নেই।
তবে এই দিবসটির প্রাক্কালে আমি
অন্তত ধিক্কার জানাতে তো পারি সেই সব দুর্ভাগা অভাগা সন্তানগুলোকে যারা কষ্ট দেয় , বেদনা দেয় , দুঃখ দেয় , গালি দেয় ইচ্ছে করে সেই মাকে।
...
আমার মাঝেতেই মা আমার , মা আমার অস্তিত্ব
মায়ের দরদের আছে কি বল আদি কিবা অন্ত?
মা আমার সবচেয়ে আপন , মা আমার শুধুই মা
এমন মায়ের মুখের হাসির হয় কি বল তুলনা?
--মামুন ম. আজিজ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।