আমাদের কথা খুঁজে নিন

   

শেষ না হওয়ার মধু চন্দ্রিমা । পিয়াল আর চিপককের প্রতি ভালোবাসায়

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

ভালোবাসা সম্পর্ক স্থাপন (রিলেশনশিপ) নয়। ভালোবাসা সম্পর্ক তৈরী করে যায় (রিলেটস)। যখন সম্পর্ক স্থাপন হয় তখন যেন কোন কিছু শেষ হয়ে যায়। যেন সম্পর্ক স্থাপনে একটা ফুল স্টপ পড়ে যায়। সেখানে কোন আনন্দ নেই, নেই কোন এনথুজিয়াজম।

এখন যেন সব শেষ, বাকি থাকে সেই স্থাপিত সম্পর্কটাকে বয়ে বেড়ানো। মানুষ তাদের স্থাপন করা সম্পর্ক (অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল)কে টেনে নিয়ে যেতে বাধ্য হয় কারন কখনো সেটাই সামাজিক অভ্যাস, কখেনা সেটা সুবিধাজনক। তাই সম্পর্ক স্থাপন ডাইনামিক না, এটা যেন কোন কিছুর সমাপ্তি। অথচ ভালোবাসা কখনোই রিলেশনশিপ না। যারা ভাবে ভালোবাসা সম্পর্ক স্থাপন তারা ভুল করে।

তারা খুব ফান্ডামেন্টাল একটা বিষয় অবহেলা করে যায়। ভালোবাসা অনেকটা নদীর মতো, বয়ে চলা, কখনোই শেষ না হওয়ার প্রবাহমানতা। এটা কোন উপন্যাস নয় যা এক জায়গায় শুরু হয় আরেক জায়গায় এসে খতম। ভালোবাসা যেন একটা মধু চন্দ্রিমা যা অফুরন্ত। এটা একটা কন্টিনিউয়াম।

তাই সম্পর্ক স্থাপন সামনে থেকে সরিয়ে দিন। রিলেশনশিপ ভুলে যান, রিলেট করতে শিখুন। রিলেট করা মানে আপনি সবসময়ই নতুন কিছু গ্রহন করতে প্রস্তুত। আবার এবং আবার দুইজন ভালোবাসার মানুষ নিজেদের পরিচয় করিয়ে দেওয়া। অন্তরের অন্তরধন অনুভবগুলোকে নতুন করে আরো জানা।

এ যেন এমন এক রহস্য যা কখনোই শেষ হবার নয়। এই রহস্যের উন্মোচন নিয়ে আসে ভালোবাসার জয়। প্রত্যেক মানুষ একজন অসীম রহস্যময় ঈশ্বর। হ্যা, মানুষ ঈশ্বরের থেকে কোন অংশে কম রহস্যময় নয়। এক জীবনে, দুই জীবনে, শত জীবনেও একজন মানুষকে সম্পূর্ণ জানা সম্ভব নয়।

উপন্যাসের মতো পড়ে ফেলার মতো নয় একজন মানুষ। তাই 'আমি তাকে চিনেছি', 'আমি তাকে বুজেছি' কখনোই বলা সম্ভব নয়। একজন মানুষকে কখনোই সম্পূর্ণ জানা যায় না। শুধু হয়তো বলা যায় একজন মানুষকে চেনার চেষ্টা করা হয়েছে বড় জোর। ... each person is such an infinite mystery, inexhaustible, unfathomable, that it is not possible that you can ever say, "I have known her," or, "I have known him." At the most you can say, "I have tried my best, but the mystery remains a mystery." In fact the more you know, the more mysterious the other becomes. Then love is a constant adventure. - দি হানিমুন দ্যাট নেভার এন্ডস - ওশোর একটা লেখা পড়ছিলাম অনলাইনে কয়েকদিন আগে।

গতকাল পিয়াল আর চিপকেকর বিয়ের খবর পেয়ে মনে হলো মধুচন্দ্রিমার এই মৌসুমে ওশোর ভাবনা জানিয়ে যাই। পিয়াল আর চিপককে আপনাদের মধুচন্দ্রিমাও যেন কখনো শেষ না হয় এই কামনায়। বয়ে চলুক ভালোলাগা আর নতুন করে একে অন্যেকে জানার ও বোঝার প্রেম। http://mysticsaint.blogspot.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।