আমাদের কথা খুঁজে নিন

   

যাই নিয়ত নীরবে যেখানে থাকো সেই তুমি

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বাস্তবের পরিসর তো স্বল্প স্বল্প, কল্পনার পরিসর অসীম। বাস্তবতার পাঠ অসমাপ্ত রেখেই ঢুকে গেছে কল্পনায়। অসীম পরিসীমায় তুমি আমার। কে পায় বলতো আমাকে। কল্পনায় আমি হাসি তোমার সান্নিধ্যে আমি গাই তোমার প্রিয় গান, আমি খুনসুটি করি , আকাশে মেঘ দেখেলে বৃষ্টির কাছে সমর্পন করি নিজেকে তোমর হাতটি ধরে।

তারপরও আমি কাঁদি, তারপরও কাঁদতেই হয়...অসমাপ্ত অপূর্ণ বাস্তব তো মিথ্যে নয়। কল্পনা পেরিয়ে সেই অদৃশ্যমান বাস্তবে ও তোমার একটি সত্য অবস্থান। সেখানে আমার কোন উপস্থিতি নেই। সেখানে আছে আমার অতীত বেদনা, সময়ের ভুল। কিন্তু তুমি ভুলনা।

... তোমার পিছূ নিয়েছি , নাই বা হলো বাস্তবে , কল্পনার অসীমে তো বাধা দেবে না কেউ বা কোন বাস্তবতা। সেই কবিতাটি শোননি, ঐ যে .. O You whom I often and silently come Walt Whitman (1819-1892) O You whom I often and silently come where you are that I may be with you, As I walk by your side or sit near, or remain in the same room with you, Little you know the subtle electric fire that for your sake is playing with me. কি , দূরে কেনো , ভয় পেলে আমার অন্তরের অংগারে, ভয় নেই, কল্পনার অধিবাসীরা আগুনে পোড়েনা , তাকে পুড়তে দেয়না অন্তর পুড়তে থাকা মানব টি , কারণ কেবলই নির্ভেজাল এক ভালবাসা তার প্রতি। ... দেখোতো একটু কল্প চোখ দুটো তোমার মেলে কবিতাটার অনুবাদ টা ঠিক হলো কিনা, যাই নিয়ত নীরবে যেখানে থাকো সেই তুমি ------------------------------------- মূলঃ ওয়াল্ট হুইটম্যান অনুবাদঃ মামুন ম. আজিজ সেখানেই আমি যাই নিয়ত নীরবে যেখানে থাকো সেই তুমি যাতে সান্নিধ্য পাই আমি তোমার , হাঁটি তোমারই পাশে, বসি কাছে অথবা থাকি সেই একই ঘরে যে ঘরে অবস্থান তোমার, তোমার আলোড়নে বিদ্যুতের সূক্ষ্ম আগুন খেলা করে আমার মাঝে যার অতি স্বল্পই তুমি জান। ১২/৫/০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।