আমাদের কথা খুঁজে নিন

   

মা হিসেবে যতসব রেকর্ড (৬৯ সন্তানের মা)

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

মা হিসেবে লেখা নিচের ঘটনাগুলো পড়ে খুব ভাল লেগেছে, তাই সবার সাথে শেয়ার জন্য উপস্থাপন করলাম- মাত্র ৫ বছর ৭ মাসে মা হওয়ার রেকর্ড গড়েছিলেন পেরুর লিনা মেদিনা। ১৯৩৯ সালে রাজধানী লিমায় সাড়ে ছয় পাউন্ডের একটি শিশুর জন্ম দেন তিনি। মজার ব্যাপার হলো, শিশুটি মেদিনার ভাই হিসেবেই লালিতপালিত হতে থাকে। কিন্তু ঘটনাটা ফাঁস হয়ে যায় যখন ছেলেটি ১০ বছের উপনীত হয়। বিশ্বে সবচেয়ে বেশি বয়স মা হওয়ার গৌরব অর্জন করেন ভারতের সত্যভামা মহাপত্র।

২০০৩ সালের ৯ এপ্রিল ৬৫ বছর বয়সে বহু কাঙ্খিত এক শিশুর জন্ম দেন তিনি। এজন্য অবশ্য তাঁকে জন্মদানের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে হয়্ সম্প্রতি ৬৯ বছর বয়সে মা হওয়ার ঘটনাও ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ববি ম্যাককফি এক সঙ্গে সাত শিশু জন্মদানের রেকর্ড গড়েন ১৯৯৭ সালের ১৯ নভেম্বর। চার ছেলে শিশু ও তিন মেয়ে শিশু পৃথিবীর আলো দেখে ১৬ মিনিট পরপর। শুনলে অবাগ লাগে, এক মায়ের ৬৯টি সন্তান! ১৭২৫ থেক ১৭৬৫ সময়কালে মোট ১৭ বারে রুশ এক মহিলা এতগুলো সন্তানের মা ডাক শোনার গৌরব লাভ করেন।

১৬বার জন্ম দেন জমজ সন্তানের, তিনটি করে সাতবার আর চারটি করে চারবার। আধুনিককালে সর্বাধিক সন্তান জন্মদানের রেকর্ড গড়েন চিলির লিওনটিনা আলবিনা। মোট ৬৪টি সন্তান জন্মদান করে আলবিনা ১৯৯৯ সালে গিনেজ বুক অব রেকর্ড-এ ঢুকে পড়েন। সংগ্রহ ছুটির দিনে (প্রথম আলো। ) লিখেছেন-বদরুজ্জামান শাকিব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।