আমাদের কথা খুঁজে নিন

   

গরম গরম ডাউনলোড করে নিন তিন গোয়েন্দা সিরিজ এর তিনটি বই ফ্রীতে!

বন্ধুরা কেমন আছেন সব্বাই? সবাই ভাল আছেন এটাই প্রত্যাশা করি। আপনাদের জন্য  কিছু তিন গোয়েন্দা সিরিজ এর বই নিয়ে হাজির হলাম । আশা করি আপনাদের ভাল লাগবে ।

হঠাত করেই একটা বেলজিয়ান রেসিং হোমার এসে পড়ল তিন গোয়েন্দার হাতে । মালিকের খোঁজ শুরু করতেই নানান অঘটন শুরু হল ।

মিস কারমাইকেল এর প্রিয় দোয়েল হীরা আর একটা বাজ পাখিকে নিষ্ঠুরভাবে খুন করল কেউ । হীরা মুক্তো কুড়িয়ে আনত, তাহলে কি এই কারনেই খুন করা হয়েছে ওকে ?? রহস্যের গন্ধ পেয়ে গেল তিন গোয়েন্দা, নেমে পড়ল তদন্তে ।
বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  
এককালে জলদস্যুদের ঘাটি ছিল ওই দ্বীপ । সেখানেই তিন গোয়েন্দা গিয়ে পৌছাল নতুন কেস হাতে নিয়ে । মিস্টার ক্রিস্টোফারের এক ছবির শুটিং চলছে সেখানে ।

কিন্তু শুটিং স্পট থেকে ঘন ঘন চুরি হচ্ছে দামি দামি সব যন্ত্রপাতি । চুরি রহস্যের সমাধান করতে হবে ওদের । গিয়েই ঝামেলায় পড়ল তিন গোয়েন্দা । অন্য এক দ্বীপে আটকে ফেলা হল ওদের । এরপর দেখা গেল নাগরদোলার ভুত ।

আর আছে অনেক অনেক গুপ্তধন ।
বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন  
রাজনৈতিক এক ষড়যন্ত্র সমাধান করার জন্য তিন গোয়েন্দা হাজির ভ্যারানিয়ার রাজধানী ডেনজোয় ! ওরা পা না রাখতেই চুরি গেল রাজ পরিবারের প্রতিক এক রুপালী মাকড়সা ! পাওয়া গেল চুরির মাল তিন গোয়েন্দার ঘরে ! এই অপারধের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ! কি করবে ওরা এখন ? চুরি রহস্যের সমাধান দূরে থাক, অ্যারেস্ট হবার ভয়ে প্রাণ নিয়ে পালাল ওরা । তিন গোয়েন্দার শ্রেষ্ঠ বই গুলোর মধ্যে একটি “রুপালী মাকড়সা” ।
বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন   

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০৮ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।