আমাদের কথা খুঁজে নিন

   

ভাল পোস্ট : খারাপ পোস্ট

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



আমার মাথায় আইডিয়া ঘুরছে একটা। সামহোয়্যারইনের মেইন পেজে একটা সর্বোচ্চ ব্লগার লিস্ট ঝোলে। ওইটা নিয়ে অনেকের আপত্তি। যদি আলতু ফালতু পোস্টকে গননায় না ধরা হত তাহলে এই হিসেবে কারো "হয়ত" আপত্তি থাকত না। কিন্তু ঠিক ভালো পোস্ট কিভাবে নির্ধারন করা যাবে? ভালো পোস্ট: যাহা খারাপ পোস্ট নয় খারাপ পোস্ট: যেটা নীচের যেকোনো একটা ভঙ্গ করে ১।

১০০ শব্দের বেশী আছে ২। তাহার ৮০% শব্দ ভিন্ন (কপি পেস্ট নয়) ৩। একই জিনিসের কপি পেস্ট নাই ৪। ৯০% শব্দই বাংলা (ইংরেজী চোথা চলবে না) ৫। খারাপ কিছু নেই (ম্যানুয়ালী চেক করতে হবে) ৬।

ইন্টারনেট থেকে কিছু কপি করা নেই (ম্যানুয়ালী চেক করতে হবে) এই ব্যাপারগুলো ছাড়াও কি একটা পোস্টকে গ্রহনযোগ্য নয় বলা যেতে পারে এমন আর অন্য কোন কারন কি আপনার মাথায় আছে? এই ভিত্তিতে ভালো হিসেবে উৎরে যাওয়া পোস্টকেই "সর্বোচ্চ গ্রহনযোগ্য লেখক" এর মানাঙ্ক হিসেবে দেখানো যেতে পারে বর্তমান সর্বোচ্চ লেখকের জায়গায়। কি মনে হয় আপনার?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।