আমাদের কথা খুঁজে নিন

   

ড. সা’দত হুসাইন পিএসসির নয়া চেয়ারম্যান



পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. সা’দত হুসাইনকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রাতে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়। সাংবিধানিক এ পদটিতে তিনি পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছেন। যোগদানের পর থেকে এ সময়সীমা হিসেব করা হবে বলে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়। পিএসসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক জেড এন তাহমিদা বেগমের মেয়াদ আজ শেষ হবে।

২০০২ সালের ৯ মে তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তাহমিদা বেগমের দায়িত্বকালে পিএসসির বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। তবে শেষ পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। সর্বশেষ ২৭তম বিসিএস নিয়ে কোনো সিদ্ধান্ত নিতেও তিনি কোনো ভূমিকা রাখতে পারেননি। সংশ্লিষ্টরা বলছেন, সা’দত হোসেনের নিয়োগের মাধ্যমে পিএসসি হয়তো তার হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে।

একজন মেধাবী আমলা হিসেবে তার নিষ্ঠা ও সততার বিভিন্ন উদাহরণ আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।