আমাদের কথা খুঁজে নিন

   

সত্য,সাদ্দামহোসেন ও স্রাজ্রেরদৌলা।। সলিমুল্লাহ খানের গদ্যের বই।।



ইহলোকে লেখা সব বহি চিন্তার, এ কথা বিশ্বাস্য নহে। কিছু বহি লেখা হয় মধ্যরাতে বদ হজমের কারণে ঘুম না এলে। কিছু বহি লেখা হয় নিয়ম করে খাওয়ার আগে ও পরে। এসব বহিগুলো যথাযত সময়ে পড়লেই কম্ম শেষ। ধরা দেয়া নাই ধরা খাওয়া নাই।

‘ সত্য, সাদ্দাম হোসেন ও স্রাজেরদৌলা’ বহি খানি চিন্তার। ইহা পাঠ করলে ধরা খাওয়ার ভয় আছে। কারণ প্রত্যেক প্রবন্ধে সত্যের উচ্চারণ আছে। হাসির আড়ালে রক্তাক্ত হৃদয়ের গান আছে। বিচ্ছিন্নভাবে প্রত্যেকটা প্রবন্ধ পূর্বে বিভিন্ন কাগজে ছাপা হয়েছিল।

সব যে বুঝে পড়েছিলাম তাও নয়। কিন্তু আচার্য্য সলিমুল্লাহ খানের গদ্যে কিছু একটা আছে। যা চুম্বকের মত আকর্ষন করে। পড়তে গেলে দেখা যায় কবে যে অসুখে মরছি, নিজের অজান্তে। নিজদেহে বয়ে বেড়াচ্ছি সাম্রাজ্যবাদের জীবাণু।

পশ্চিম নিয়ন্ত্রিত যাবতীয় প্রচার যন্ত্র আমাদের যা শোনায় সব ঝুট। বাঘা বাঘা ইতিহাসবেত্তারা দিস্তা দিস্তা কাগজে যে ইতিহাস লিখে গেছে। মার্কামারা প্রখ্যাত উপন্যাসিকরা ঢাউস ঢাউস উপন্যাসে যে বস্তু লিখে গেছে প্রায় সবই বাণিজ্যনীতিতে ভরা। আদ্যিকাল থেকে পশ্চিমের সাম্রাজ্যবাদচক্রের কোনো শেষ নাই আজতক। ‘নেপোলিয় থেকে বুশ তক, সেই একই কাহিনী।

কিংবা তারও আগে কিংবা তারও পরে। শুধু জামা বদলাচ্ছিল সাম্রাজ্যবাদ। উদ্ধারের নামে গিলে চলেছে তামাম দুনিয়া। সেই সূত্রে নবাব সিরাজদৌলার পুরানো ইতিহাসও পুণনির্মাণের প্রয়োজন আজ। আর তাই করতে চলেছেন সলিমুল্লাহ খান।

অন্তত এই বইয়ে সেই রাস্তার দেখা মেলে। ভাষা ও চিন্তা যে আবহাওয়া ও তার বিপদ সংকেত তারও প্রমাণ মেলে খানের গদ্যে। ৭টি নিবন্ধের সাথে উপরি পাওনা হিসাবে যুক্ত আছে হ্যরল্ড পিন্টারের একগুচ্ছ কবিতার ও জন নিউসিঙ্গারের প্রবন্ধ‘টার্জানকেচ্চার রাজনীতি’র সলিমীয় তরজমা । বুঝতে পারি পশ্চিমের ‘রিকনষ্ট্রাকশন’ শব্দটার মানে কি? বইটি শেষ করার পর বুঝতে পারি চুরান্নব্বই পৃষ্টার বইটির দাম কেন দুইশ টাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।