আমাদের কথা খুঁজে নিন

   

৬৪ বিট চিপের স্মার্টফোন আনছে স্যামসাং

অ্যাপলের নতুন ৬৪ বিট চিপের আইফোন ৫এস বাজারে ছাড়ার ঘোষণার পরপরই এবার ৬৪ বিট চিপের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। চিপ নির্মাতা প্রতিষ্ঠানও এ বিষয়টি নিশ্চিত করেছে। ডেস্কটপ শ্রেণীর নকশাসম্পন্ন এ চিপ আগের কোনো স্মার্টফোনে ব্যবহূত হয়নি। অ্যাপল ১০ সেপ্টেম্বর ৬৪ বিট প্রসেসরসহ আইফোন ৫এস বাজারে ছাড়ার ঘোষণা দেয়।
স্যামসাং যে ৬৪ বিট প্রযুক্তির স্মার্টফোন ছাড়বে তা বোঝা গিয়েছিল আগেই।

অ্যাপলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতে স্যামসাংয়ের সর্বশেষ স্মার্টফোন গ্যালাক্সি এস ফোরের পরবর্তী ফোনটি ৬৪ বিট চিপ দিয়ে আনার সিদ্ধান্ত নেয় স্যামসাং। স্যামসাংয়ের গ্যালাক্সি নোট-৩ স্মার্টফোনটিও আসছে ৬৪ বিট প্রযুক্তির প্রসেসরসহ।
স্যামসাং ইলেকট্রনিকসের উপপ্রধান নির্বাহী শিন জং কিউন বলেন, ‘পরবর্তী সময়ে আমরা আমাদের স্মার্টফোনে নতুন এ চিপ সংযুক্ত করব, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দেবে। ’
বাজার বিশেষজ্ঞদের মতে, সর্বোচ্চ দ্রুতগতি দিতে না পারলে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানটি দখল করে রাখা কষ্ট হয়ে যাবে স্যামসাংয়ের জন্য। তাই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

—বিবিসি অবলম্বনে কাজী আলম।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।