আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রাপ্তি....তোমার না পাওয়া

অচেনা পথে হাটতে চাই অনেক দুর

তুমি শুধু একটিবার বল, যত ব্যথা আছে যত দু:খ আছে ,সমস্তক্রোধের দ্বার খুলে তুমি আবার বলো ,তোমার একটিবার বলা আমার শুধুই কর্ণপাত ,বলে যাও,আজ চিৎকার করে বলে যাও আমি স্বার্থপর ,ঘোর অন্যায় করেছি,আরো কিছু। তোমার কান্না অনেকটা চাপা ,হারিয়ে না পাওয়ার কান্না সুখের পাতায় চোখ বুলিয়ে কান্না ,বিদায়ের বেলায় কান্না। আমার কান্নার পাএ আজ শূন্য ,হৃদয় আজ মৃত অনুভুতি শুধুই বেদনা ,আছি ভালই আছি অনেকটা স্বার্থপর সংসারী ,বলে যাও অপবাদ দেবে দাও সমস্ত যন্ত্রনা আমায় দাও, সুখগুলো কেড়ে নাও। স্নেহ শুধু ক্ষণিকের মোহ ,মুছে যাওয়া সুপ্ত সুখ গুলো চলে যাবো অরুপের দেশে ,থাকবেনা কোন কিছুই মন,দেহ,রুপ, না কিছুই না। মন দেয়া নেয়া পরের কথা, ভালবাসা,দু:খ ব্যথা স্মৃতি জীবনের পাপের বোঝা, কিছু কিছু হালকা তাও হয়ত অনেক ভারী, আরো একটিবার বলো খুশি হবো,তবু বলো, আনন্দ,ব্যথা আমার আছে,তবু বলো তুমি বলে যাও,কিছু সুখ কুড়িয়ে নাও, বলে তুমি শান্তি পাও। অচিনের দেশে শুয়ে অনেকটা শান্তিতে আমায় বলে যাও, সকল অপ্রাপ্তি গুলোকে দাবিয়ে দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।