আমাদের কথা খুঁজে নিন

   

ফি শব্দটি শনিবার

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

আগের লেখার শনিবারের আগে 'ফি' শব্দটি বসানোর জন্য এ শনিবার লগিন বাগান ঘুমিয়ে পড়তেই ভূগোল খাতার পেছনের পাতায় শুরু হয় কাটাকুটি খেলার ভেজা ন্যাকড়াগুলির লাল রং আর বারিস হ'তে পারে বলে বিদায় নেবার কালে শেখসাহেবের খুদা হাফিজে বিন্দু বিন্দু কান্না দেখা দেয় সেই দুপুরবেলা থেকেই । অথচ 'ফি' শব্দটির মানে মনে আছে ছোটোবেলায় টিফিন বাক্স ছিলো , টিউশনি ও ডাক্তার ; কোনোকালে 'ফি' মানে চোখে চুমু ছিলো । শনিবারও ফি ছিলো । তখন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।