ধিক সাদেক হোসেন খোকা ধিক...........
১৯৯১/৯২ সালের কথা তখন আমি ঢাকার পাইওনিয়ার ফুটবল লীগে খেলি । কি এক কাজে আমি ও আমার দলের সবাই ষ্টেডিয়ামে গিয়ে ছিলাম । সন্ধ্যার পর পর হবে আমরা ফুটবল ফেডারেশনের নিচের মূল গেটে মুখে দাড়িয়ে সবাই মিলে কথা বলছিলাম । এমন সময় কেউ এক জন আমার কাধের উপর হাত দিয়ে নাড়া দিছিল্ল, তখন আমাদের ফুটবল কোচ হাবিব ভাই আমার হাত ধরে টেনে তার দিকে টেনে নিয়ে গেল, আমি পিছনে ফিরে দেখি ততকালিন ক্রীড়া প্রতি মন্ত্রী সাদেক হোসেন খোকা । আমি একটু অবাকই হলাম যে এক জন মন্ত্রী এসেছে অথচ কোন আওয়াজ নেই ।
এর কিছু দিন পর ঢাকার আ্ইজি গেটের বাংলাদেশ ব্যাংক কলোনির মাঠে ওয়ান ডে মিনি ফুটবল টুনামেন্টে হয়েছিল । সেখানে আমিও একটি দলের হয়ে খেলি এবং সেদিনও মন্ত্রী খোকা সাহেব দিনের বেশির ভাগ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন । এই দুটি কারনে বিএনপির হলেও তার প্রতি আমার একটু দূর্বলতা ছিল । কিন্তু আজ তিনি সাকিবকে নিয়ে কি বললেন । খালেদা জিয়া না হয় মূখ্য নাস্তিকের ব্যখ্যা ইসলামে কিভাবে আছে জানেন না ।
কিন্তু খোকা সাহেবের তো তা জানার কথা ছিল । এখন আমার ঘৃনা হচ্ছে । এই সমস্ত লোকেরাই আমাদের নেতৃত্ব দিচ্ছে যারা নাস্তিক আর মুরদাতের পার্থক্য বুঝে না । ধিক সাদেক হোসেন খোকা ধিক...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।