আমাদের কথা খুঁজে নিন

   

যে ছবির জন্য নিলুফার বকতিয়ার, ফতোয়া ধন্য হলেন

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

নিলুফার বকতিয়ার দানবরাষ্ট্র পাকিস্তানের পর্যটন মন্ত্রী । ২০০৫ এর কোন এক সময় ফ্রান্সে এক প্যরাসুট জাম্পে অংশ নিয়েছিলেন । উদ্দেশ্যটা মহৎ ছিলো । কিছুদিন আগে পাকিস্তানে ঘটে যাওয়া ভুমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ । বেচারী নিলুফার এর আগে কোনদিন প্যারাসুট জাম্পে অনশ নেননি ।

তাই ভীষন এক্সাইটেড ছিলেন । এক্সাইটমেন্টের পনেরো কলা পুর্ন হলো, যখন সফল অবতরনের পর তিনি ফরাসী দেশীয় প্রশিক্ষককে আবেগে জড়িয়ে ধরলেন । পনেরোর পর ষোলো, গানিতিক নিয়মেই । নিয়ম সিদ্ধ হয়ে ষোলোকলা পুর্ন হলো প্রায় দু বছর পর । পাকিস্তানের কোন এক উর্দুভাষী পত্রিকা এই ছবি প্রকাশ করলো গত মাসে , আর সাথে সাথে আগুন জ্বলে উঠলো পেয়ারে পাক পাকিস্তানে ।

পাকিস্তানী মর্দ রা গনিমতের মাল জেনে লাখে লাখে ধর্ষন করুক বাংগাল মুলুকের মেয়েদের, কিন্তু পাকিস্তানী মেয়ে জড়িয়ে ধরবে কোন এক নাসারাকে! ধর্মে এই অনাচার সয়না । রাজপথ উত্তপ্ত, নিলুফারের ছবি পোড়ানো, তাকে মন্ত্রী সভা থেকে বহিস্কারের দাবীতে হরতাল এবং অবশেষে হুজুর আলা গনের ফতোয়া! [link|http://images.search.yahoo.com/search/images/view?back=http

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.