আমাদের কথা খুঁজে নিন

   

এর চেয়ে বেশি নিচে কি নিজেকে নামাতে পারবেন কখনো? (উতসর্গঃ হেজাব, হোসেইন ও হেজাবের পোস্টে কমেন্টস করেছেন এরকম কয়েকজন )

আপাততঃ খই ভাজি...

সামহয়্যারইনে এতটা অশ্লীলতা কি আসলেই গ্রহনযোগ্য? ব্যক্তিগত আক্রমণ কতটা অশ্লীল পর্যায়ে যেতে পারে, হোসেইন সম্পর্কে হেজাবের পোস্ট (লিঙ্ক দিতে রুচিতে বাধছে) না পড়লে বিশ্বাস করা কঠিন। মানুষ হিসেবে নিজের উপর ঘেন্না লাগে যখন আগ্রজদের এই বিকৃতরুচির পরিচয় পাই। হেজাব, আপনি যেই হোন না কেন, সমালোচনার ভাষাটা কি আরেকটু পরিশিলিত করা যেত না? আর এই কুরুচিকর ছবিটা দিয়ে আপনি আসলে কি বোঝাতে চাইছেন? এই ধরনের একটা পোস্ট করবার জন্যই কিন্তু আপনাকে ব্যান করে দেয়া যেতে পারে, বোঝেন? আর হোসেইন এবং অন্য যারা কমেন্ট করলেন, আয়নায় নিজেদের মুখ আরেকবার দেখে নেন, আমি শিওর এইটা আপনাদের আসল চেহারা না। যদি মনে করেন এই ব্লগ আপনাদের বিকৃত চিন্তার ভাগাড় হয়ে উঠেছে, তাইলে সময় থাকতে সরে পড়েন, আপনাদের কারো লেখা পড়বার মতন রুচি এখনও অনেকের গড়ে ওঠে নি। কয় মাস আগেও সামহোয়ারইন সম্পর্কে আমার নিজের এবং বন্ধুদের মাঝে যে ফ্যাসিনেশন ছিল, আজ তার অনেকটাই ফিকে হয়ে উঠেছে.. শুধু আপনাদের মত কিছু লেখকের(আসলেই কি তাই? আপনারা লেখেন, সতি?) জন্য। আমরা অনেকেই খুব বেশি লিখি না, সামহয়ারইন এর বিশাল একটা অংশ কেবল পাঠকই, আমরা অনেক আশা নিয়ে বসে থাকি একটা ভাল লেখার জন্য। হতাশ হতে হয় আপনাদের এসব কাদা ছোঁড়াছুঁড়ি, গালিগালাজে... আমাদের (পাঠকদের) প্রতি আপনাদের দায়বদ্ধতা কতটুকু? অনুরোধঃ যদি ভাল কিছু লিখতে না পারেন, লিখবেন না, কিন্তু একটা বাজে বিষয় নিয়ে কুরূচিপূর্ণ পোস্টের তো আসলেই কোন মানে হয় না, তাই না? আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা রাখলাম। ভাল থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।