আমাদের কথা খুঁজে নিন

   

ভোর হলো দোর খোলো



আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমাদের দেশকে আমরা অসম্ভব ভালোবাসি। কিন্তু কথা হচ্ছে আমরা কি রকম এবং কি ধরনের ভালোবাসি আমাদের এই দেশকে। কি রকম বলতে আমরা কতটুকু সজাগ আমাদের দেশ সমর্পকে। আর কি ধরনের ভালোবাসি বলতে আমাদের ভালোবাসা কি নেতা-নেএীদের মত শুধুই মুখে মুখে নাকি কাজে-কর্মে দেশের সৎ ও সচেতন নাগরিকের মত।

আমাদের দেশকে বলা হয় উন্নয়ণশীল দেশ। কিন্তু চরম বাস্তব সত্য আসলে আমাদের দেশ হচ্ছে অনুন্নত। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে বর্তমান বাংলাদেশ চিন্তা করলে দেখতে পাই, আমরা অনুন্নয়নের সাগরে হাবু-ডুবু খাচ্ছি। যদিও আমাদের নেতা-নেএীরা আমাদের দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। কিন্তু এই অনুন্নয়নের পিছনে কে বা কি দায়ী? দূনীতি ও সন্ত্রাস এবং দূনীতিবাজ ও সন্ত্রাসী ব্যাক্তিবর্গ।

আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে দূনীতি ও সন্ত্রাস। দূনীতি ও সন্ত্রাস যতদিন বন্ধ করা না যাবে ততদিন আমাদের দেশকে স্বপ্নের সোনার বাংলাই পরিণত করা সম্ভব হবে না। অতএব আমরা সবাই দল-মত নির্বিশেষে নিজের, সমাজের এবং দেশের স্বার্থেসকলে মিলে দূনীতিবাজ ও সন্ত্রাসীদেরকে লালন না করে ঘৃণা করি এবং আমাদের প্রিয় মাতৃভূমি থেকে দূনীতি ও সন্ত্রাসের সমূলে উৎপাটন করি। Today corruption is a part of our life and we are victim of terrorism. This is our duty to apart us from corruption and raise our voice against terroism. In a day at least a time we should say, just leave corruption and terrorism.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।