"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
চলন বিলে জোয়ার এসেছে
ভালবাসা মনের চলন বিল,
বিশাল এলাকা জুড়ে অথৈ জল।
জলকেলিতে মত্ত দুর্বার পানকৌরি-
খুশীতে দেয় ডুব, চৌকশ ডুবুরীর মত
তুলে আনে ঝিনুক, শামুক।
শান্ত দুপুর চারিদিক নীরব নিশ্চুপ,
দূরে- জলে ভাসে শাপলা শালুক।
ওপাড়ে ঠ্যাং তুলে দাঁড়িয়ে সাদা বক,
শুভ্র পালকে নেই এতোটুকু কাদার ছোপ।
এপাড়ে স্নানরত যুবতী গোয়ালীনি, ভেজা শরীর।
আলগা বসনে তার যৌবন উপচে পরে,
নজর কাড়ে কিছু উৎসুক পুরুষের চোখ।
ঘাটে এঁটো বাসন-হাঁড়ি মাজে ওপাড়ার
ঘোষাল বউ। যুবতীর অঙ্গে না জানি কত ঢঙ্গ!
রাগে সে গড় গড় করে। টিপন্নি কেটে বলে,
ভর দুপুরে মরতে ঘাটে ক্যানে লো?
তুই পোয়াতি- ভুলে গেছিস? নাকি
লজ্জার মাথা খেয়েছিস? গোয়ালীনি হেসেই মরে,
তার দেহের ভেতর ভালবাসা ঘর বেধেঁছে।
এখন তার ভরা কোটাল, তাই লজ্জার বাঁধ ভেঙ্গেছে।
চলন বিলে জোয়ার এসেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।