WHAT IS REAL!!!!!!!
না, এখানে আমি ডেটা মাইনিং শেখাতে আসিনি। আমি বলতে এসেছি সামহোয়্যারের বর্তমান টেমপ্লেট থেকে কিছু পড়তে হলে আপনাকে খুব ভালো ডেটা মাইনার হতে হবে।
সামহোয়্যারের পুরানো ভার্সনে খুব সহজেই বিভিন্ন অংশ থেকে তথ্য পড়া ও হৃদয়ঙ্গম করে নেওয়া যেতো। সর্বোচ্চ ব্লগার, লগডইন ইউজার, সাম্প্রতিক মন্তব্য, নতুন ব্লগার ইত্যাদি বিভিন্ন অংশের ডেটা চোখের সামনেআ ভাসতো আর সহজেই পড়া যেতো। আর বর্তমান ভার্সনে! সিম্পলি রাবিশ।
কিছুই খুজে পাওয়া যায় না। সবকিছু চোখের সামনে থাকলেও মনে হয় খুজে পাচ্ছি না।
আসলে বিকট ডিজাইন ও উৎকট কালার কম্বিনেশন এর কারনে আমাদের চোখ এখন এ ব্লগ থেকে তথ্য গ্রহনে অসম্মতি জানায়। এ অবস্থা থেকে উত্তরনের জন্যে ডেভেলপারদের জরুরী ব্যবস্থা নেওয়া আবশ্যক। নাহলে সকল ব্লগারকে অচিরেই খুব ভালো করে ডেটা মাইনিং এর উপর ডিগ্রী নিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।