আমাদের কথা খুঁজে নিন

   

যখন সময় থমকে দাঁড়ায় ...

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

যখন সময় থমকে দাঁড়ায় ... নিরাশার পানে দুহাত বাড়ায় ... খুঁজে নিয়ে কোন নির্জন কোণ ... কি আর করে তখন মন ... স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্ন দেখে মন । । নচিকেতার এই গানটা একসময় খুব শুনতাম । ভালোও লাগতো । ভালো লাগার পেছনে গানের কথাগুলোর সাথে নিজের সহমত, একাত্ততা আর স্লো মিউজিক হয়েতোবা ছিলো ।

আজকাল কোনো নির্জন কোণে বসে মন স্বপ্নও দেখতে চায় না । । স্বপ্নটাও আজকের পৃথিবীতে অনেক বেশী দামী হয়ে গেছে । দাম দিয়ে তাই আজকাল স্বপ্নটাও কেনা হয় না । থমকে যাওয়া সময়গুলো তাই শুধু নিষ্ফল কষ্ট বা ব্যাথার সাম্রাজ্যে ভরপুর ।

কি অপূর্ব সেই ব্যাথা ... স্বপ্নটাকেও কিনতে না পারার ব্যাথা । যুগ যুগ ধরে যদি জীয়ে থাকে এই জীবন ...তাহলে স্বপ্ন হারানো সেই ব্যাথাই হয়েতো কিনে নিয়েছে আমার আগামীদিনের সমস্ত নির্জন সময় । প্রভু মানুষকে কত ভাবেই না তুমি শক্তিশালী করেছো । শত বিপদে শত কষ্টে এই প্রাণতো ঠিকই বেঁচে থাকে । তবে এই মনটা কেনো এত সহজেই ভেঙ্গে যায় ।

এই মনটা কেনো এত সহজেই আরেকটা মনকে কষ্ট দেয় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।