আমাদের কথা খুঁজে নিন

   

এক্সপেরিমেন্ট:১। শিরোনামে দিলে কেমন হয়?

সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন।

আমি ছোট বেলা থেকেই একটু বেশী কিউরিয়াস। নতুন কোন কিছু পেলেই আমার পরীক্ষা নীরিক্ষা চলতে থাকে। ইলেকট্রনিক্স এর প্রতি কিউরিসিটি এত বেশী ছিল যে, আমার হাতে নষ্ট হয়নি এমন ইলেকট্রনিক্স খুব কমই আছে। ঘরে এমন কোন যন্ত্রপাতি ছিল না যেটা অন্তত একবার আমি খুলি নি।

কোনটা নষ্ট হতো কোনটা বেঁচে যেত। নষ্ট হওয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস ছিল একটা ডীপ ফ্রীজ। ছোট জিনিসের মধ্যে ছিল ঘড়ি, ব্যাটারী, মোটর ইত্যাদি। তবে এগুলো নষ্ট করে এমনি এমনি পার পাইনি। এর জন্য আমাকে যথেষ্ট পিটুনি হজম করতে হয়েছে ।

তাতে কী? শখের দাম যে লাখ টাকা..। কাহিনী গুলো পরে আরেকদিন বলব। আমার এই পরীক্ষা নীরিক্ষা একদম বেকার যায়নি। সুফল হিসেবে যা পেয়েছি তা হলো এখন আমার পরিচিত যে কারও কম্পিউটার, ক্যামেরা বা মেবাইলে কোন সমস্যা হলেই ওয়াহিদের কাছে ফোন করে। শুধু তাই না।

কম্পিউটার কিনতে গেলে আমাকে ছাড়া যায় না। আবার মোবাইল কিনতে গেলেও আমার সাথে পরামর্শ করে। যাকগে সেসব কথা... হঠাৎ মাথায় আসল যে, সামহোয়্যারইন-এ যে কোন পোষ্ট-এ লিংক দেওয়া যায় আবার। শিরোনাম যাই হোকনা কেন সেটা ১ম পাতায় লিংক হিসেবে দেখায়। চিন্তা করলাম আমার শিরোনামেই যদি একটা লিংক থাকে তাহলে ১ম পাতায় ক্লিক করলে কোন লিংক-এ যাবে? যেই কথা সেই কাজ।

আমার এই পোষ্ট-এর শিরোনাম-এ যে লিংক শব্দটা আছে, সেটা শুধু শব্দ হিসেবেই নয় বাস্তবেও একটা লিংক। এক্সপেরিমেন্ট হিসেবে শুধু একটা শব্দকেই লিংক হিসেবে দিলাম। পুরা শিরোনামকে লিংক হিসেবে দিলাম না। এর ফলে কারও কোনরকম অসুবিধা হলে সমুদ্রের উত্তাল তরঙ্গ দ্বায়ী থাকবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।