আমাদের কথা খুঁজে নিন

   

‘ঋণ দেয়া ভবনের তথ্য জানাতে হবে’

রোববার এক সার্কুলারে এ নির্দেশ এসেছে। সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ব্যাংকগুলো আবাসিক-বাণিজ্যিক ভবন নির্মাণসহ এ ধরনের অন্য সব খাতে যে বিনিয়োগ করেছে তা সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে করেছে কিনা- তা ৩০ জুনের মধ্যে জানাতে হবে।
একই সঙ্গে ব্যাংকগুলোর নিজস্ব ভবন/স্থাপনা কেনা বা ইজারার ক্ষেত্রেও বিদ্যমান আইন-বিধিবিধান মানা হয়েছে কিনা-তা খতিয়ে দেখতে বলা হয়েছে।
এর আগে শনিবার পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ পোশাক কারখানার মালিকদের ভবনের নকশা জমা দিতে সময় বেঁধে দেয়। এক্ষেত্রে তথ্যে গড়মিল পেলে লাইসেন্স বাতিলেরও ঘোষণা দিয়েছে এই সংগঠনটি।  
গত বুধবার সাভারে ভয়াবহ ভবন ধসে নিহতের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে। ওই ভবনে পাঁচটি গার্মেন্ট কারখানা ছিল, যেখানে তিন হাজারের মতো শ্রমিক কাজ করতেন।
ওই ভবনটি তৈরির ক্ষেত্রে ইমারত বিধিমালা মানা হয়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।