জীবন গঠনে নিজেস্ব প্রতিক্রিয়ার দায় বেশি, ঘটে যাওয়া ঘটনার ভূমিকা সামান্য।
কথা বলছিলাম এমএসএনে, তখন পাওয়া গানটা। গান শোনা আর কথা বলা একই সাথে চলছে। আমার গান শোনাগুলো হতে হয় এক মনে, সব কাজ বন্ধ রেখে প্রথম দু'এক বার একমনে শুনে নেই। তারপরে, সারাদিন বা কয়েকদিন চলতে থাকে--মনে ধরার মত গান হলে।
গানটা তখনই পেয়ে তখনই শুনছি আর কথা বলছি। একবারও মন দিয়ে গান শোনা হয় নি, সত্যি বলতে কি মিউজিক আর হাস্কি ভয়েস ছাড়া মাথায় কিচ্ছু ঢুকে নি। আমার ব্যাপারটাই এমন, বই পড়া, গান শোনা, কথা বলা, সব পূর্ণ মনযোগ দিয়ে হতে হয়, না হলে মাথায় কিচ্ছু ঢুকে না। ফলে, একটু পরে যখন আমাকে জিজ্ঞাসা করা হলো, গানটা শুনছি কি না, আমি বেশ আপ্লুত হয়েই বললাম, গানটা সুন্দর। কম্পোজিশন সুন্দর, হাস্কি ভয়েস সুন্দর... আর কথাও সুন্দর 'আমি চাই তোমাকে হারাতে'।
পাবলিক দেখি হাসতে হাসতে শেষ।
তারপরে গান ভালো করে শুনে আমার ভয়ানক লজ্জা পাওয়ার পালা... 'আমি চাই হারাতে তোমাতে'। পুরা উল্টা কথা!
"যদি এনে দাও আমার হাতে রক্তিম সূর্য,
অন্য হাতে ধূসর হলুদ বর্ণেরও চাঁদ,
আমি নেব না, নেব না অমন কিছু,
আজ ডেকো না অযথা আমায় পিছু।
আমি চাই হারাতে তোমাতে..."
গানটা যার ভালো লাগবে না, তার একেবারেই ভালো লাগবে না। একটু ভিন্ন ধারার গলা আর মিউজিক এপ্রিশিয়েট করতে পারলে ভালো লাগার চান্স আছে।
কথাগুলোও দারুণ। উপলের গানটা শুনে দেখতে পারেন [wjsK= Click This Link
(জঞ্জাল পরিষ্কার করতে গিয়ে আরেকটা রতন পেয়ে গেলাম!)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।