বঙ্গবন্ধু যদি পরিকল্পনা করতেন যে বাঙালী জাতি কে আগে যুদ্ধের জন্য প্রস্তুত করে তারপর যুদ্ধের ডাক দেবেন তাহলে আজকে আমাদের অবস্থা কেমন হত ? কিংবা, রাশিয়া-চীন বিপলবের লেনিন-মাও জে দং যদি থেমে থাকতেন, ভাবতেন জনগণকে সামরিক প্রশিক্ষণ শেষে সংগঠিত করে তারপর সমাজ পরিবর্তন করবেন তাহলে কি হত ? ইতিহাস অন্য হত, তাই না ?
এগুলো বলার কারন, দেশে নির্বাচন কবে হবে - এই প্রশ্নের উত্তর খুব জটিল । উত্তরটা হলো সব ঠিকঠাক না করে নির্বাচন করা যাবে না । এই 'সব' মানে কি ? ছবি সহ আইডি কার্ড, স্বচ্ছ ব্যালট বাক্স, দূর্নীতি দমন ইত্যাদি । ছবি সহ আইডি কার্ড ছাড়া দেশে এর আগে নির্বাচন হয়নি ? কিংবা স্বচ্ছ ব্যালট বাক্স ছাড়া ?
ব্যাপারগুলো ঠিক পরিষ্কার না । দেশে যথেষ্ট সার সংকট চলছে, ঢাকা শহরে অনেক জায়গায় তীব্র পানি সংকট, গ্রামে তীব্রবিদু্যৎ সংকট এ খবরগুলো কি আপনারা জানেন ? এগুলো না আসছে খবরের কাগজে, না আসছে টেলিভিশনে ! ব্যাপারটা গোলমেলে না ? কোথায় ফিলটারিং হচ্ছে ?
উপরের প্রশ্নগুলো করলাম কারন.............যা হয়েছে এ পর্যন্ত তা ভাল - কোন সন্দেহ নাই । কোন নির্বাচিত সরকারের জন্য এই কাজ করা খুব কষ্টের হত তাতেও সন্দেহ নাই । কিন্তু নির্বাচনের ব্যাপারে আলসেমি অথবা অতি সতর্কতা দেখানো সন্দেহজনক এবং এই যে সার, পানি বা বিদু্যতের সংকট, সেগুলোকে ধামাচাপা দেওয়াটাও কেমন-কেমন লাগে 'সিঁদুরে মেঘে ভয় তো পাবই' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।