আমাদের কথা খুঁজে নিন

   

শিশির কনা

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

একটু আগেও ঠিক এই টুকুন ছিল,কত কস্টে চশলিম চোখ খুজে পেয়েছে,লেপ্টে ছিল এপিঠ ওপিঠ,ওমা এক ঘুর্নায় এতটা ভর!!বাঁক গুলো ফুটছে দেখ- টান টান,ঐ জায়গাটা,আলো ঠিকরে বের হচ্ছে,তকিয়ে দেখি, আর ও গভীর,এপার ওপাড় সব দেখা যায়,আরও কাছে চোখ নিয়ে যাই,এরই মাঝে স্বচ্ছ আকাশ,সবুজ নীলে ঐ রেখাটা...দীগন্ত কে ধরছে বুঝি,একটু ছোব?না, না এ ও কি হয়?নিশ্বাসে মোর নড়ল বুঝি,একটু করে।ওমা গড়িয়ে পড়ছে!!! না ,না, হাত পেতে দেই আলতো করে,ব্যাথা পেলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।