আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার চাঁদাবাজী ? না বাদীর মিথ্যা মামলা??



সালাম সবাইকে, আশাকরি ভাল আছেন। এই ওয়েব সাইড ব্যবাহারকারী সকল ইউজার ভাই/বোনদের কে তারই সাথে সাথে জানাইতে ইচ্ছে করে সাবেক প্রধানমন্তীর ও বিগত 11 বছরের প্রধান মন্ত্রীর বিরুদ্ধে চাদাঁবাজী মামলার আসামী শেখ হাসিনা যদি প্রমানুযায়ী চাঁদাবাজী করে থাকে তাহালে তাহার বিচার করে জনগনের কাঠগড়াতে দাঁড়াতে হবে। এর সাথে যদি মিথ্যা প্রমান হয় তাহলে বাদী কে কি ?কি ?পরিমান শাস্তি প্রধান করা যায় তাহা বাংলাদেশ এর 15 কোটি জনগনের মধ্যে যাহার শাস্তি হবে সর্ববৃহত্তম ও পৃথিবীর 1 নং শাস্তি হিসাবে বাংলাদেশ আপময় জনগনের স্বার্থে বাদী ও বিবাদীর যে ই দো ষী তাহাদের বিচার ও শান্তি চাই যাহা পৃথিবীর বুকে স্বনর্া অক্ষরে লেখা থাকবে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।