কবিতা
নিত্যদিনের তিক্ত অভিজ্ঞতার মধ্যেও সকালের বাস ভ্রমণটা বড় মধুর
মনে হয়। সকালের সূর্যটার তেজ তখনও বাড়ে না। গাঢ় সবুজ আর টিয়া রঙের পাতাগুলো সূর্যের আলোতে যেন হেসে ওঠে। উওরা থেকে বনানী পর্যন্ত পুরো পথের দুইপাশে সবুজের ছড়াছড়ি। মাঝে মাঝে নার্সারিগুলোতে বাহারী চারা, মাঝারী আকারের জলাশয়।
স্নিগ্ধ আর সতেজ একটা অনুভূতি এনে দেয়। আর বিকেলের পড়ন্ত রোদে সিটে হেলান দিয়ে কান্ত শরীরে ফিরতে ফিরতে নরম আলোয় দিনটাকে বড় মায়াবী মনে হয়। কোথাও বিলীন হয়ে যেতে ইচ্ছে করে। সব মিলিয়ে ভ্রমণটাকে দীর্ঘ মনে হয় না । প্রকৃতি আসলে পুরনো হয় কি? প্রতিদিনই তাকে নতুন করে আবিষ্কার করি, ভালবাসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।