আমাদের কথা খুঁজে নিন

   

কি করে সইবো, কি করে বইবো, এক জনমে এত ব্যথা!

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কি করে সইবো, কি করে বইবো, এক জনমে এত ব্যথা! পাথর করে কেন জন্ম দিল না বিধাতা আমি তো নদী নই তবু চোখে জল না বুঝে ভালোবাসার এই ফলাফল কার ভুলে এ জীবন ভেজা কবিতা পাথর করে কেন জন্ম দিল না বিধাতা। গেয়েছি যত গান গানে যত সুর নিজের অজান্তেই বেদনা-বিধুর কোন দোষে ভিজে আছে চোখের পাতা পাথর করে কেন জন্ম দিল না বিধাতা। কি করে সইবো, কি করে বইবো, এক জনমে এত ব্যথা! পাথর করে কেন জন্ম দিল না বিধাতা ইতি তোমার ভালবাসার ভিখারী ফেরারী মামুন খাঁন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।