ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
একে একে শক্তিশালী দলগুলোকে পরাভূত করে আসছে টাইগাররা। সুপার এইটের প্রথম দু'টি ম্যাচ বৃষ্টির সাথে যুদ্ধ করে পরাজিত হয় টাইগাররা। এবার আর বৃষ্টি নয়, তবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমাদের সকলের প্রার্থনা ছিল একটি খেলা দেখার। কারণ এর আগে আমরা কিন্তু ওদের সাথে প্রতিযোগিতা দিয়ে খেলতে পারিনি। বর্তমান পারফরমেনস অনুযায়ী জিতব মনে মনে ভাবলেও একেবারে জিতব একথাটি কেউ সাহস করে বলতে পারিনি।
টাইগাররা প্রথম ইনিংস ভাল খেলেছে। ভাল রান নিয়েছে। প্রত্যাশা কিন্তু বেড়ে গেল। এবার বোলার এবং ফিলডার যদি ভাল করে, তাহলে অন্তত লজ্জাজনক হারব না। কিন্তু টাইগাররা আমাদের প্রত্যাশারও বেশী কিছু দিতে শুরু করেছে।
মোটামুটি 22 ওভারের পর মনে হয়েছে টাইগাররা জিতে যাচ্ছে। সামনের ম্যাচগুলো আমরা ভাল কিছু খেলা টাইগারদের কাছ থেকে আশা করছি। আশা করব টাইগাররা আমাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। (যদিও কালকের খেলার পূর্বেঅনেকে আমরা তাদের তিরস্কার করেছি, এদের অন্তত ক্ষমা চাওয়া উচিত)। সাবাস টাইগার, সাবাস।
। 14 কোটি বাঙ্গালী তোমাদের সাথে আছে। বাকী রইল 02 অর্থাৎ ইংল্যান্ড ও ওয়েষ্ট ইন্ডিজ। আশা করব এই ওয়ালর্ড কাপেই তারা আমাদের কাছে পরাভূত হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।