আমাদের কথা খুঁজে নিন

   

লিগ ওয়ানের শীর্ষে পিএসজি

পিএসজির হয়ে সাও পাওলো থেকে আসা এই ফরোয়ার্ডের এটাই প্রথম গোল।
প্রথমার্ধে জ্লাতান ইব্রাহিমোভিচের পাস থেকে ব্লেস মাতুইদির গোলে এগিয়ে যায় লরেন্স ব্লাঙ্কের দল। দ্বিতীয়ার্ধে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন লুকাস।
ম্যাচের শেষ দিকে উরুগুয়ের স্ট্রাইকার এদিলসন কাভানি বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে আরো গোল পেত পিএসজি।
এই জয়ে পাঁচ ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেয়ে শীর্ষে চলে গেল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে এক পয়েন্টে এগিয়ে আছে তারা। এক ম্যাচ কম খেলা শিরোপা প্রত্যাশী মোনাকো রোববার খেলবে লরিঅ্যানের সঙ্গে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।