আমাদের কথা খুঁজে নিন

   

মলি ম্যাডাম মের বাঙ্গালী হওয়া

মজা তুই কর ইন্টারনেটে মজা তুই কর

মলি ম্যাডাম পান্তা ইলিশ খাবেন । তাও আবার নিচে বসে মাটির বাসনে। বাঙ্গালী হওয়ার আপ্রান চেষ্টায় পেচিয়ে কোন রকমে শাড়ি পড়েছেন। ভাল না লাগলেও আজ সারাদিন বাসায় সিডিতে নজরুল, রবীন্দ,্র, লোকগীতি বাজবে। কারন দিনটি যে পয়লা বৈশাখ।

বাঙ্গালী হওয়ার যে অভিনয় তিনি করবেন তার সমাপ্তি সন্ধা হতে না হতেই। সন্ধায় তিনি জিনস, গেনজি পড়ে চাইনিজে যাবেন। রাতে এসে হিন্দি সিরিয়াল দেখবেন। ছেলে, মেয়েদের তিনি ইংলিশ মিডিয়ামে পড়ান। তারা বিজয় দিবসকে বলে ভিক্টরি ডে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।