কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ
কাঁচ ঘেরা দেয়ালের ওপারে বর্ষণ দেখে মনে হলো
আমার মানব জন্ম সার্থক।
কোনো এক সুনয়নার চোখে নিজেকে আবিস্কার করার পর যেমন হয়
হাতড়ে বেড়াই কলসি কালো জল।
জল জল জল, দীঘির কালো জল,
মনে হলো ডুব দেই ওই দীঘল কাল জলে।
থাকি এমন গহীন অরণ্যে যেখানে আলো নেই,
তাই কর্কশ আমার এই চোখ দিয়ে যখন তোমাকে দেখি
আমার মনের জলে জেগে ওঠে কবিতার চর,
আত্মহত্যার আগে হয়তো আমি শেষবারের মত
মানুষ হয়ে জন্মাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।