আমাদের কথা খুঁজে নিন

   

সে যে বসে আছে - অর্নব

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

সে যে বসে আছে একাএকা রঙ্গীন স্বপ্ন তার বুনতে সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে \ তার গুনগুন মনের গান বাতাসে ঘুরে কান পাতো মনে পাবে শুনতে তার রঙের তুলি নাচে মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝতে \ সে যে বসে আছে একাএকা তার স্বপ্নের কারখানা চলছে আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল তুলছে \ সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোঁটা পড়ে অনেক্ষন সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন \ সে যে বসে আছে \ সে যে বসে আছে \ সে যে বসে আছে \ ওয়ার্ড ডকুমেন্ট পাবেন [link|http://www.esnips.com/doc/cc67199c-03ad-4ae9-8cb9-e0ba96058ef8/shey_je_bose_ache_arnob|GLv

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।