আমাদের কথা খুঁজে নিন

   

কথা ছিল (উৎসর্গ: লিউকেমিয়ায় আক্রান্ত শিশু তুমিনের মা, শাবানা'কে)

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

কথা ছিল যখন ডুববে শূন্যতায়, খালি খালি লাগবে স্নেহাতুর বুক, ভরে দিতে না পারি পাশে গিয়ে দাঁড়াবো, তোমার ব্যথায় আমিও বইবো পান্ডুর মুখ। কথা ছিল যখন ঝরবে মেঘ তোমার দু'চোখ থেকে,ব্ল্লটিং পেপার না হতে পারি আমি কাঁদবো তোমার -ই মতো প্রবল শোকে। কথা ছিল যখন ক্লান্তি নামবে জীবন যাপনের বাঁকে উপশম হতে না পারি, বিশ্রামের শয্যা তৈরী করে বিলি কেটে দেব তোমার ঘন চুলের ফাঁকে ফাঁকে। এখন বন্ধু তোমার এমনই বেদনা যেখানে স্রষ্টাও অসহায় সন্তান বিচ্ছেদ কি সান্ত্বণা এ তো অস্তিত্বের লয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।