আমাদের কথা খুঁজে নিন

   

দি সিক্সথ ল্যামেন্টেশন থেকে । অন্য অনল

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

গীর্জার বাইরের চত্ত্বরে বেরিয়ে আসা ওরা। সলোমন লাচিস বলে, "যখন আমি খুব ছোট ছিলাম তখন মা বলতেন, নরক একটা ব্যাথাহীন জায়গা যেখানে সব স্মৃতি বিলুপ্ত হয়ে যায়।" - "তবে তো জায়গাটা খুব একটা খারাপ না" - "উহু, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না।" - "কেন?" - "কারন সেখানে কোন ভালোবাসা নেই। তাই সেখানে কোন ব্যাথাও নেই!" ওরা লক্ষ তারায় ভরা ময়ুরকন্ঠী নীল এক আকাশের নিচে এসে দাড়ায়। আনসেম অসীমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, "তাহলে স্বর্গ কেমন?" - "স্বর্গ এক অসীম অনল যেখানে তুমি কেবলই পুড়বে আর তোমার মনে পড়বে সব, যা কিছু আছে মনে পড়ার। সেখানে সবটাই ভালোবাসা। আর ভালোবাসা এক মহানল যা কেবলই পোড়ায়।" : উইলিয়াম ব্রডরিকের উপন্যাস: "দি সিক্সথ ল্যামেন্টেশন" থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।