আমাদের কথা খুঁজে নিন

   

ওজি ঠাডায়!@!(বজ্র) লেজ গুটালো বাংলার সেই বাঘ!!



মেনুটা ছিল বিশাল, চিকেন ফ্রাইড রাইস্, মেক্সিকান সালাদ(চিকেন মিক্স), সুইট সাওয়ার বিফ, িমক্স ভেজি....।ডেজার্টও ছিল, বিশাল এক কেক্, আর ছিল ঝালমুড়ি আর ফ্লাস্ক ভরতি চা, কারন আসছে রাত লম্বা অনেক ....... একটা টেডি বেয়ার কে ক্যাঙ্গারুবানিয়ে একটা চেয়ার বরাদ্দ করা হলো, সবাই নড়েচড়ে বসলাম.....(সুদীর্ঘ বিরতি).......আর পরথম ধাক্কা খেলাম মাঠ দেখে, নামে ভিভিয়ান রিচার্ডস্টেডিয়াম, ঘাসের চলতা ওঠানো কোনা গুলো দেখে তা মনে হলনা!! আর একটু পরেই অনবরত ধাক্কা খেতে থাকলাম (ক্যাঙ্গারুর চিল চিৎকারে বাঘ হয়ে গেল বেড়াল) সেই সাথে ঝালমুড়ি, অনেকে উহ আহ করা শুরুকরলো, (জানিনা, কারন ঝালমুড়ি না খেলা, আমি এক্সট্রা হট দিসিলাম মুড়ি মিক্স চারে, যাতে সবাই আস্তে ধীরে হাত চালায়!!) ছাড়া ছাড়া কিছু কথা শোনা যায়: "এখনো আশরাফুল আছে", " মুশফিক কে দিয়ে হবেনা, স্লো প্লেয়ার", "আরে ব্যাটা মাশরাফি পিটাইবো...", আমি ব্যালকনির অনধ কারে নিজেরে প্রবোধ দেই, সামান্য একটা খেলাইতো, ব্যাপার না..... সকাল হল, খেলাও একসময় শেষ হল, সবাই হাসি মুখে বিদায় নিল নতুন দিনের প্রত্যাশায়, শেষ হল নির্ঘুম, বিষেস্বত ্বহীনতায় ভোগা একটি রাত। বি.দ্্র. টেডি ওরফ ক্যাঙ্গারু কে আগেই কেদারা থেকে মাটিতে বসতে বাধ্য করা হয়েছিল, নিজের ঘরে অন্তত জয় হল স্বৈরাচারী আমার!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।