আমাদের কথা খুঁজে নিন

   

নয়া দিগন্তের মিথ্যাচারে কষ্ট পাইলাম।

মিডিয়া

শুক্রবার গভীর রাতে বাংলাদেশের চারটি কারাগারে একযোগে জেএমবির ছয় শীর্ষ জঙ্গীর ফাঁসির সংবাদ কোথায় আগে এসেছে , সেই তথ্য সামহোয়ার ইন ব্লগের পাঠকরা ভালো বলতে পারবে। প্রিয় পাঠক, লন্ডন সময় 9 টায় ব্লগে প্রকাশিত হয়। [লিংক=যঃঃঢ়://িি.িংড়সবযিবৎবরহনষড়ম.হবঃ/ঞযরৎফঊুবনষড়ম/ঢ়ড়ংঃ/2870412]ছয় জঙ্গীর ফাসি[/লিংক] লণ্ডন সময় রাত 10:30 মিনিটে এই তথ্য প্রচারিত হয় । বিলেতের চ্যানেল এস টেলিভিশনে । এদিকে বাংলাদেশ হতে প্রকাশিত একটি দৈনিক নয়া দিগন্ত [লিংক=যঃঃঢ়://িি.িফধরষুহধুধফরমধহঃধ.পড়স/ভঁষষহবংি.ধংঢ়?ঘবংিথওউ=15257্ংবপ=1]নয়াদিগন্ত[/লিংক] দাবী করেছে এই সংবাদ তারা আগে ছেপেছে! কি ডাহা মিছা কথা ! বিবিসি এবং সিএনএনের জানা নাও থাকতে পারে।

কিন্তু সামহোয়ার ইন ব্লগের পাঠকরা নিশ্চই আমার সাথে একমত হবেন যে আমাদের ব্লগেই সংবাদ টি আগে আসে। তাই নয়া দিগন্তের এই মিথ্যা চারের আমি তীব্র নিন্দা জানাাই। সেই সাথে তাদের দূর্বল সাংবাদিকতার ও সমালোচনা করছি। প্রতিবাদের পাশাপাশি আরো একটি তথ্য আমি নয়া দিগন্তকে দিতে চাই , আজ জার্মান রেডির বাংলা অনুষ্ঠানে কে জঙ্গীদের ফাঁিসর সংবাদ আগে দিয়েছে সে সম্পর্কিত একটি স্বাক্ষাতকার প্রচারিত হয়েছে । সময় পেলে শুনে নেবেন।

[লিংক=যঃঃঢ়://িি2ি.ফ-িড়িৎষফ.ফব/নবহমধষর/ফথিৎধফরড়/ধঁফরড়/1.30464.1.যঃসষ]জার্মান রেডিও[/লিংক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।