আমাদের কথা খুঁজে নিন

   

আজ বাংলাদেশ VS অস্ট্রেলিয়া :মনে পড়ে রিকি পন্টিং এর বিষন্ন চেহারা

অচেনা পথে হাটতে চাই অনেক দুর

আজ বাংলাদেশ অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে সুপার এইটে। আমাদের সবার আশা বাংলাদেশ আজ জয় নিয়ে আসবে আমাদের জন্য,যেমনটি এনেছিলো কয় বছর আগেই(তারিখটা মনে নেই,দু:খিত)। ক্রিকেট বিশ্বকে শাসন করা শক্তিশালী অস্ট্রেলিয়া কে হারিয়ে ছিল আমাদের টাইগাররা। বাঙ্গালী সেদিন উল্লসিত হয়েছিল,পৃথিবীর বুকে আবার শক্তভাবে দাড়িয়েছিল। আজকে আবার বাঙ্গালী জ্বলে উঠুক,গুড়িয়ে দিক অস্ট্রেলিয়া র শক্তি,পৃথিবীর বুকে করে নিক সবার উঁচুতে আসন।

আসুন আমরা সকলেই দোয়া করি আমাদের টাইগারদের জন্য,তারা যেন ক্যাঙ্গারুর সব হাত পা ভেঙ্গে ডলার উপর ডলা দিয়ে,একেবারে যা তা অবস্থা করে দেয়। আমীন................. তবে কিছু কথা থেকে যায়: শাহরিয়ার নাফিস কার বলে এখন ও ওপেনার হিসাবে আছেন তাতে আমি সন্দীহান,কোন রান না পাওয়া একজন প্লেয়ার কিভাবে বার বার ওপেন করছে আমাদের দেশের জন্য এটা আমি মেনে নিতে পারছিনা। বদল করা হোক শাহরিয়ার নাফিসকে। বাকীটুকু ঠিক আছে,তবে আফতাবকে আরো ধৈর্য্যশালী হতে হবে। বাশার কোন রান পাচ্ছেনা, আরো দ্্বায়িত্ব নিয়ে খেলতে হবে তাকে ।

মোটামুটি সবাইকে জিতার দৃঢ়তার নিয়ে খেলতে হবে,আর কিছু পরিবর্তন আসলেই দরকার বিশেষ করে(শাহরিয়ার নাফিস) । শুভ দোয়া তোমাদের জন্য বাংলার টাইগার। আরেকটি জয় চাই। কিছু স্মৃতি মনে পড়ে: বাংলাদেশের সাথে হেরে যাবার পর অস্ট্রেলিয়া র অধিনায়ক রিকি পন্টিং বলেছিলো:we were outplayed by BANGLADESHI BATSMAN.। আপনারাই বলেন, এবার বাংলাদেশের সাথে হেরে যাবার পর অস্ট্রেলিয়া র অধিনায়ক রিকি পন্টিং আর কি কি কমেন্ট করতে পারে?আমি একটা ঠিক করেছি:we are not gonna play with BANGLADEAH anymore,caz they are really a strong team.we have to gain more power to bit them.।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।