আমাদের কথা খুঁজে নিন

   

‘১০০ ধনকুবেরের আয়ে বিশ্বের দারিদ্র ৪ বার দূর হতে পারে’

বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ ধনকুবের গত বছর যে পরিমাণ অর্থ আয় করেছেন তা দিয়ে বিশ্বের চরম দারিদ্র চার বার দূর করা যাবে। ব্রিটিশ দাতব্য ও মানবাধিকার সংস্থা অক্সফামের প্রতিবেদনে এ হিসাব দেয়া হয়েছে। অক্সফামের এ হিসাবে বলা হয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ ধনকুবের গত বছর নিট আয় করেছেন ২৪,০০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ। এ অর্থ ব্যয় করে বিশ্বের মানুষের দারিদ্র চার বার দূর করা সম্ভব। অক্সফাম বলেছে, বিশ্বের এক শতাংশ শীর্ষ ধনকুবেরের আয় গত ২০ বছরে ৬০ শতাংশ বেড়েছে। এ ছাড়া, বিশ্ব অর্থনৈতিক মন্দা তাদের আয় বৃদ্ধির পথে কোনো বাঁধা হওয়ার পরিবর্তে তাদের আয়কে আরো বাড়িয়ে দিয়েছে। আগামী সপ্তাহে ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের আগে এ প্রতিবেদন প্রকাশ করা হল। প্রতিবেদনে বিশ্বের অর্থনৈতিক বৈষম্যের পরিমাণ ১৯৯০ সালের পর্যায়ে নামিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে বিশ্ব-নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংগৃহীত.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।