হাসি কান্না, রান্না বান্না এই তিন নিয়েই এই সংসার। আসুন, হাসুন(কাঁদুন) আর রাঁধুন...
কোন কিছু নিজে নিজে তৈরীর মজাই আলাদা, আর সেটা যদি হয় কোন অভিজাত খাবার তাহলে তো কথা'ই নেই। স্যুপ তেমনি এক অভিজাত খাবার আমাদের কাছে। স্যুপ কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, এপর্যন্ত বেশ ক'টি স্যুপ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তারই ধারাবাহিকতায় আজ নিয়ে এলাম টক মিষ্টি চিকেন কর্ণ স্যুপ। তাহলে জেনে নিন কি কি লাগছে এই স্যুপ তৈরীতে।
উপাদানঃ
০১. চিকেন স্টক ১লিঃ (চিকেন স্টক নিয়ে পরে হাজির হবো)
০২. সুইট কর্ণ ৫০ গ্রাম
০৩. ডিম ২টি
০৪.চিকেন ১০০গ্রাম
০৫. কর্ণ ফ্লাওয়ার ৩টেঃ চাঃ
০৬. টেষ্টিং সল্ট ২ চিমটি
০৭. চিনি ১টেঃ চাঃ
০৮. লবণ পরিমাণ মতো
০৯. গুল মরিচ গুঁড়ো ১চিমটি
১০. টমেটো সস আধা কাপ
১১. বাটার ২৫মিলি.
এবার তবে দয়া করে রান্নার প্রক্রিয়া জানতে এখানে ক্লিক করুন।
নিত্য নতুন খাবারের রেসিপি পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।