আমাদের কথা খুঁজে নিন

   

মন পাখি তুই কোথায় গেলি?

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি...

মনের খাঁচার দড়জা খোলা মন পাখি তুই কোথায় গেলি?! শূণ্য ভবে হন্যে খুঁজি মন, ডানা তুই কোথায় পেলি!! মন যমুনার ঢেউয়ে ঢেউয়ে মন পবনের পালে হাওয়া ফুড়ুৎ করে উড়লোরে মন অচিন দেশে হারিয়ে যাওয়া পিঞ্জরেরই জিঞ্জিরাতে বেধেছিলাম শক্ত করে মাটির দেহ ফাঁকি দিয়ে উড়াল দিলি কোন বেলাতে?! কোন কালো চুলের পাগল হলি? কোন নয়নের ইশারাতে?! আমায় ফেলে শূন্য ভবে উড়লিরে মন কোন জগতে? একলা বসে পথ চেয়ে তোর মন কবে তুই আসবি ঘরে? মাথায় করে রাখবো তোরে পায়েস দেবো দুই বেলাতে যাসনেরে মন আমায় ছেড়ে শূন্যে আমায় একলা করে ঐ রমনীর ছলা কলায় হারাস নে মন তোর দেহরে মন পাখি তোর পথটি চেয়ে শূন্য বসণ, শূন্য দেহ আয় পাখি আয় শূণ্য দেহে সাজিয়ে দে মোর শূন্য গৃহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।