আমাদের কথা খুঁজে নিন

   

দশম শ্রেনীর বিজ্ঞান এবং একাদশ শ্রেনীর ভালবাসার পাঠ

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

ভূমি থেকে উল্লম্বভাবে যত উপরের দিকে উঠবে, দেখবে দুটো শহরের ব্যবধান ধীরে ধীরে কমে যাচ্ছ। ঈশ্বর এভাবেই আমাদের দেখেন, হয়তোবা অনেক উচ্চতা থেকে। যত বেশী উচ্চতায় ঈশ্বরকে ভাবতে পারো, ততোবেশী সাম্যবাদ ভূমিতে দেখবে, অন্তত গাণিতিকভাবে। আজকাল ঈশ্বর অনেক নীচে নেমে এসেছেন, দৃষ্টিশক্তি কমে গেছে বয়সের ভারে হতে পারে। ঠিক এভাবেই, একজন সূর্যের কৌণিক দূরত্ব দিয়ে দুটো শহরের দূরত্ব এবং পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন।

আমার ছোট্ট শহরে বসে, আমরাও পরিমাপ করেছিলাম আমাদের দূরত্ব। যদিও এক রিকশায়, উষ্ণ হয়ে বসেছিলাম। আমাদের দ্বন্দ্বের জায়গাটা ছিল খুব মৌলিক। ঈশ্বরের সাপেক্ষে আমাদের কৌণিক অবস্থান, না কি আমাদের সাপেক্ষে ঈশ্বরের কৌণিক অবস্থান। আমরা এখনো একমত হতে পারিনি।

দুটো পরস্পর নিরপেক্ষ ঘূর্ণন গতি, যদি ঠিক সাম্যবাদে থাকে; কেন্দ্রাভিমুখী এবং কেন্দ্রাতিগ বলের মধুর সহাবস্থানের মধ্য দিয়ে তবে সেটাকে খুব অনায়াসে একটা চৌম্বকিয় ডোমেইন বলতে পারো কিংবা আরো ভালো হয় যদি বলো সৌরজগতীয় মডেল, অথবা কো-ভ্যালেন্ট বন্ড। নিশ্চিতভাবেই সমস্ত গতিসূত্র এবং আপেলের পড়নসূত্র ভঙ্গ করে, এরা একে অপরের উপর আছড়ে পড়ে না; যেভাবে আমরা পড়েছিলাম পরস্পরের উপর। চলবে এবং সংশোধিত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।