আমাদের কথা খুঁজে নিন

   

মানসী-গল্প

. সেভাবে কখনো নদী দেখিনিতো, সেভাবে কখনো গাছ জলের ভিতরে সোনালী-রুপালী মাছ ! সেভাবে মাছের খেলা দেখিনি তো, সেভাবে কখনো ফুল জলের ভিতরে ঝিকমিক করা কাঁচ ! সেভাবে কাঁচের ধার দেখিনিতো, সেভাবে কখনো কাঁটা জলের ভিতরে ছোটো লাল-নীল ঢেউ সেভাবে কখনো ঢেউ দেখিনি তো, সেভাবে কখনো লতা জলের ভিতরে টানেনি আকুলে কেউ সেভাবে কখনো নদীজল আর, গাছ-ফুল-কাঁটা-লতা আমার নয়ন পারেনি খুলতে কভু সেভাবে হলো না কোনোকিছু দেখা, হায় একঘেয়ে মন, শরীরে তোমারে যতনে রেখেছি তবু..... . . . রাত ২.১৪ ১৯ জুলাই ২০১২ .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।