আজ 30শে মার্চ। বিখ্যাত শিল্পী ভ্যান গগের 154তম জন্মদিন। 1853 সালের এই দিনে Vicar নামক হল্যান্ডের একটি গ্রামে তার জন্ম। বাবা Theodorous Van Gogh এবং মা Anne Cornelia তার নাম রাখেন Vincent Willem Van Gogh। ইস্কুলের গন্ডি পার হয়ে ভ্যান দি হেগ শহরে তার চাচার অফিসে পেইন্টিং সেলসম্যানের কাজ শুরু করেন।
কিন্তু এ কাজ তার মোটেও ভালো লাগত না। 1876 সালের দিকে তিনি লন্ডনের নিকটবর্তী Ramsgate এলাকার দরিদ্্রদের শিক্ষা প্রসারের জন্য শিক্ষকতা শুরু করেন। 1878 সালে বাবার অনুমতি নিয়ে পা্রিী হবার জন্য শিক্ষানবীস জীবন শুরু করেন। Borinage এ শিক্ষ ানবীস থাকাকালীন কয়লা শ্রমিকদের দুঃখ-দুর্দশা তাকে প্রচন্ড ভাবে নাড়িয়ে দেয়। তখন থেকেই ভ্যান স্কেচ করা শুরু করেন।
ছবি আঁকাকে পেশা হিসেবে নেবার পর 1880-1881 এর দিকে তিনি ব্রাসেলস এর একাডেমী অব আর্ট এAnatomical and Perspective Drawing শিখতে যান। পড়াশুনার পাঠ চুকিয়ে 1882 সালের জানুয়ারীতে দি হেগ নগরীতে তার Cousin এর কাছে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। এখানে তিনি আঁকেন তার বিখ্যাত কিছু ৈতল চিত্র। যেমন, "Beach with Figures and Sea with a Ship"। একজন পেইন্টার হিসেবে তিনি পেইন্টিং এর বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছিলেন দারিদ্্রতা, খেটে খাওয়া কৃষক, বস্তির মানুষ।
তিনি প্রাকিতীক দৃশ্য, নগরায়ন এসবের উপরও ছবি আঁকেন। তার সৃষ্টি গুলোর বিশেষত্ব হলো, তিনি খুবই সাধারন কিছু রং ব্যবহার করতেন। যেমন, কালো, সাদা, বাদামী ইত্যাদি। ভ্যান গগ আঁকাআঁকির সুবাদে প্যারিসে যান এবং সেই সময়কার স্বনামধন্য কিছু শিল্পী Monet, Renoir, Sisley, Pissarro, Degas, Signac, Seurat, and Gauguinসংগে পরিচিত হন। পরে গগের ছবি গুলোতে তাদের চিন্তার প্রভাব পড়ে।
এসময় গগের সৃষ্টি View of Paris from Montmartre, Paris Seen from Vincent's Room in the Rue Lepic, Terrace of the Caf
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।