হোক কলরব, ফুলগুলো সব, লাল না হয়ে নীল হল ক্যান ?
গত 26 মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার 36 তম বার্ষিকী উৎযাপন করা হল । দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পর সবশেষে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংগঠন 35 mm, এস সুখদেব নির্মিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র - " স্বাধীনতার পথে নয় মাস " প্রদর্শন করে ।
এই প্রামাণ্য চিত্রটিতে উঠে এসেছে 52'র পূর্ববর্তী সময় থেকে দেশ স্বাধীন হওয়ার পথে নানা ঘটনা । প্রথম দিকে দেখা যায়, 25 মার্চ কালরাত্রির পর বাংলার মানুষ স্রোতের মত শরণার্থী হয়ে সীমানা পার হচ্ছে । এত এত মানুষ, এক জায়গায় ।
অসুখে ভুগে, আহত হয়ে মানুষ মারা যাচ্ছে । এখানে একটি মর্মস্পর্শী দৃশ্য আছে । এক মেয়েকে পাকিস্তানী সেনারা বারবার ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, মেয়েটি পালিয়ে যেতে চাইলে গুলি করে মাথার খুলির সামনের অংশ উড়িয়ে দিয়েছে । মেয়েটি তখন মরেনি । শরণার্থী শিবিরে কয়েকদিন চিকিৎসার পর সে মারা যায় ।
এক কিশোর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকে নিয়ে স্বরচিত গান, মুজিব নগর সরকার গঠন, বুদ্ধিজীবী হত্যা, অত:পর আমাদের স্বাধীনতা পাওয়া এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সহ 72 মিনিটের এই প্রামাণ্য চিত্রে অনেক কিছু উঠে এসেছে ।
আমি এটির সম্পূর্ণ রিভিউ লিখতে পারলাম না । এই প্রামাণ্য চিত্রটি খুব বেশি প্রচারিত হয়নি । আপনারা এটি মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সংগ্রহ করতে পারেন ।
ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।