স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।
রাইস স্বীকার করেন উলমারের সাথে কথোপকথনে তিনি জানতে পারেন কারা এ ব্যাপারে জড়িত, কিন্তু সঙ্গত কারনে তিনি তাদের নাম জানাতে অস্বীকৃতি জানান।
"আমি নাম প্রকাশ করলে অনেক বিপদে পড়ে যাব। "
"আমি মনে করি তাদের পক্ষে যে কাউকেই সরিয়ে দেয়া সম্ভব এবং এটা নিয়ে তারা উদ্্বিগ্ন নয়।
এটা ড্রাগ ইন্ডাস্ট্রির চেয়েও খারাপ ও তারা কোনকিছুর পরোয়া করে না। কেউ এতে জড়িত হলে সে মারাত্নক সমস্যায় পড়ে যায়। ", বলে জানান রাইস।
রাইস যাকে 1980-র দশকের একজন সেরা অলরাউন্ডার বলে বিবেচনা করা হয় আরও জানান তার মনে কোন সন্দেহ নেই যে ক্রনিয়েকে বাজিকররা খুন করেছিল।
ক্রনিয়ে 2002 সালে আরও দু'জন পাইলটের সাথে বিমান দুর্ঘটনায় মারা যান।
তাকে বহনকারী বিমানটা মেঘে হারিয়ে যায় ও দ. আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের পাহাড়ে ক্রাশ করে। এক অফিশিয়াল অনুসন্ধানে গতবছর জানানো হয় যে দুর্ঘটনাটি ঘটেছিল পাইলটের ভুলের কারনে।
"ক্রনিয়ের ব্যাপারটি ছিল আরও পেশাদার",বলেন রাইস। "এবং এটা কোন ব্যাপারই ছিল না যে ঐ ঘটনায় প্লেনের 2জন না 50 জন মারা গেল। তারা হ্যান্সির হাত থেকে নিষ্ক্রিতি পেতে ব্যাপারটিকে তথাকথিত
দুর্ঘটনায় পরিণত করে।
"
"যে বীকন কুয়াশায় চলার জন্য প্লেনে ব্যবহার করা হয়, সেটা দুই মিনিট বন্ধ ছিল। তুমি নিজেকে প্রশ্ন করে দেখ কেন সেটা ঘটবে? সে কি বেশি জানত যে কি ঘটতে চলছে?সে কি সেটা প্রকাশ করতে যাচ্ছিল?"
রাইস বিশ্বাস করেন যে উলমারের মৃত্যুর আরও বড় কারন আছে ক্রিকেট দুনিয়ার কাছে।
"পাতানো ম্যাচ চলতে থাকলে খেলাটার আরও সৌন্দযর্্যহানি ঘটবে। "
"এই মৃত্যু এত বড় আন্তজর্াতিক ঘটনা যে এর পরিকল্পনাকারীকে খুঁজে বের করা হবে ও এর হোতারা ধরা পড়বে। "
জ্যামাইকান পুলিশ এখনও কোন অ্যারেস্ট করে নি বা এমন কোন তথ্য পায়নি যা প্রমাণ করে পাকিস্তানি খেলোয়াড়রা বিষয়টির সাথে জড়িত।
(সমাপ্ত)
(মূল লেখক: Henri Paget)
মূল লেখার জন্য ক্লিক করুন [link|http://news.ninemsn.com.au/article.aspx?id=256613|GLv
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।