আমাদের কথা খুঁজে নিন

   

১৮ দলীয় জোটকে ধন্যবাদ এফবিসিসিআই’র

মঙ্গলবার এক বিবৃতিতে তারা ধন্যবাদ জানিয়ে বলে, “দেশের ব্যবসায়ী সমাজ মনে করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত ভবিষ্যতে দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ঐক্যমত সৃষ্টিতে ইতিবাচক অবদান রাখবে। ”
সোমবার এফবিসিসিআইয়ের নেতৃত্বে ৪১টি ব্যবসায়ী চেম্বার ও সমিতির যৌথ বিবৃতিতে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল।
বিবৃতিতে বলা হয়, “ব্যবসায়ী মহল আশা করে দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সকল রাজনৈতিক দল একসাথে কাজ করবে এবং দেশের অর্থনীতির উন্নয়নের প্রশ্নে একমত পোষণ করে হরতালের মত সহিংস আন্দোলন ও কর্মসূচি থেকে বিরত থাকবে। ”
সাভারে ধসে পড়া ভবন মালিক ও কারখানা মালিকদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
একই দাবিতে একই দিন সিপিবি হরতাল ডাকলেও বিএনপি হরতালের ঘোষণা দিলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেয়।


সোমবার সকালে সাভারে ধসে পড়া ভবনে উদ্ধার কার্যক্রম পরিদর্শন শেষে ‘মানবিক কারণ’ হরতাল প্রত্যাহারের আহ্বান জানান শেখ হাসিনা।
সাভারে ধসে পড়া ভবনের মালিক ও কারখানা মালিকদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ভবন ধসে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া এসব মামলায় রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ভবন ধসে প্রায় চারশ’ লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সপ্তম দিনের মতো চলছে ধ্বংসস্তূপ সরানোর কাজ।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।