জীবন যেখানে যেমন
নীল আকাশটা অনেকদিন হয় না দেখা
কেন ? আমি যে এখন বডড একা
আধুনিকতার স্পর্শে রাতের আকাশের চাদঁটি হারিয়ে গেছে
তার মাঝে আমার কিছু স্মৃতিও গেছে মুছে
সুন্দর এ পৃথিবী আর সুন্দর নয়
কেবলই আধুনিকতার ভয়।
বিদু্যৎতের আলোটা হঠাৎ উদাও হয়ে গেছে
পুর্ণিমার জোৎস্নাও তাই আমার কাছে ধরা দিয়েছে
আকাশটা যেমন বিশাল
তার সৌন্দযর্্যটাও তেমনই বিশাল।
শিল্পীর তুলিতে আকাঁ আকাশটা যেন রঙ্গে রাঙ্গিয়েছে
নিজের ইচ্ছেমত রঙ্গগুলোকে সাজিয়েছে।
কিন্তু আমার রঙ্গগুলোকে যে হারিয়েছি আমি !
কেড়ে নিয়েছে পাষাণ ভুঃস্বামী
এ ধরণী যে আমায় চায় না আর--
আমার জন্য দূরের নীল আকাশটা করে হাহাকার !
আমাকে যে আকাশটা তার বুকে তারা করে রাখতে চায়
কিন্তু আমার যে তাতেই ভয়।
আমি যে নীল সাগরটা হারাতে চায় না
মায়ের আদর, ভাইয়ের স্নেহ, বন্ধুর ভালবাসা ছেড়ে চায় না যেতে
আমি যে পাখির গান, ফুলের সৌরভ, রিমঝিম বৃষ্টি চায় না হারাতে
কে? কে? শুনবে আমার এতসব বায়না
তিলে তিলে আমি যে নিঃশ্বেষ হয়ে যাচ্ছি
আকাশে তারা হওয়ার আহবান শুনতে পাচ্ছি।
ভয়ংকর এক রোগে আমার জীবন সীমানা যে নির্দিষ্ট হয়ে গেছে!
ওপারের যাত্রার টিকিট জমদূত হাতে দিয়েছে
প্রতিনিয়ত নিয়ে আসছে আমার শেষ মুহুর্ত
ধুলিসাৎ হয়ে হছে আমার পৃথিবীর সব স্বার্থ।
আকাশটা এখন আর শিল্পীর রঙ্গে নয়
বিষাদের রঙ্গের মত মনে হয়।
পৃথিবী তুই কত নিষ্ঠুর
আমাকে তুই পাঠাচ্ছিস দূর, বহুদূর!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।