কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...
আমি গান শুনতে শুরু করছিলাম মধ্য আশিতে...তখন আমাগো লাগতো রক্ত গরম করা টিউন...আর একটু অন্যরম লিরিক...আর যেই কারণে মডার্ন টকিং কখনো শোনা হয় নাই নিজের ক্যাসেট প্লেয়ারে। রক এন রোল পার হইয়া আমরা ঝুকলাম হার্ডরকে...ক্লাসিকাল হার্ডরক ছাড়াইয়া থ্র্যাশ মেটালে...তারপর বহুদিন গেছে...বিশ্ববিদ্যালয় জীবনের পর ভালো একটা গান শোনার যন্ত্রও আমার কাছে ছিলো না দীর্ঘসময়...মৌসুমের সাথে থাকতে শুরু করনের পর আমি আবার গান শোনার আগ্রহে ফিরলাম, এখন দেখি কান্ট্রি শুনতেও ভালো লাগে...তয় র্যাপ এখনো না...মৌসুমের এমিনেম ভালো লাগলেও আম িশুনতে পারি না এখন তমাইৎ...
ডিক্সি চিক্সের নামই জানতাম না আমি, তয় এইগানটা শুননের পর আরামই লাগছে...আমাগো গাড়িয়াল ভাই টাইপ গান...পৃথিবীর তাবৎ নারী জাতিরেই আসলে একইরম অভিজ্ঞতার মধ্য দিয়াই জীবন পাড় করতে হয়...
[link|http://vashkar.abedin.googlepages.com/dixiechicks-fly-cowboytakemeaway.mp3|GB MvbUv kyb
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।