আমাদের কথা খুঁজে নিন

   

[গাঢ়]এজিপি কার্ড বিষয়ক সমস্যা[/গাঢ়]

ভূল সময়ের মর্মাহত বাউল

কম্পিউটারে কাজ করতে পারছিনা। পেন্টিয়াম 4 মেশিন। আইটি'র ভাইজান বল্লেন এজিপি কার্ড নামক বস্তুটি নাকি কাজ করছেনা। এটি নাকি ইনস্টলেশন সমস্যায় ভুগছে। মেশিনটা অনেক আগের।

2001 সালে নিয়েছিলাম। 98 দিয়ে চালাতাম। এক্রপি নেয়ার পরই সমস্যা হল। আবার 98এ ফিরে গিয়ে দেখি ঘটনা ঘইটা গেছে। এক্সপিতে যাও একটু জুইত আছে নিজেই কিছু সামলায়া নেয়।

98এ তাও নাই। আবার এক্সপিতে আসছি। কিন্তু ড্রাইভার না থাকায় এখনও হাত পাও লুলা। ছাপোষা কেরানী মানুষ, আছি বড় বিপদে। কেউকি ড্রাইভারটা একটু দিবেন? বড় উপকার হইত।

GeForce MX4000 AGP 8X 64MB DDR Video Card w/TV-Out আইটি ভাইজান এই কপটত মার্কা নামটা ধরায়া বলছে জোগাড় করতে। (পাড়ার এক ছোট ভাইয়ের কাছ থাইকা মেশিন নিছিলাম। সেই হালায় এখন লন্ডনে। মেশিনের লগে কেন ড্রাইভারগুলা দিলনা এইটাও জিগাইতে পারতাছিনা। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।