ঘুমিয়ে পড়ার আগে......
প্রায় তিন বছর আগের কথা। গ্রামে ছিলাম। কয়েক জন জেলেকে দেখলাম মাছ ধরে প্রথমে কত গুলো বেতের ঝুরির মাঝে রাখল। তাড়পড়ে ঐ ঝুড়ি গুলো কে রাখল পুকুরের পানির মাধ্যে। জেলেরা চলে যাওয়ার পরে দেখলাম কয়েকট সাপ ঝুরি থেকে মাছ খাওয়ার চেষ্টা করছে।
সন্ধ্যার দিকে আরেক জন সহ পুকুর পারে হাটছি। হঠাৎ সে চিৎকার দিল.......সাপ,সাপ(এমনি তেই সাপ কে ভয় পাই)। দিলাম দৌড়,হার্ট বিট গেল বেড়ে। যে চিৎকার দিয়েছিল সাপ বলে ,সে দেখি হাসছে আমাকে ভয় দেখতে পেরে। পরে চিন্তা করছিলাম.....কিসের ভয়ে দৌড় দিলাম।
মৃতু্য ভয়ে.........
আমি এক একটা নিঃশ্বাস ফেলছি,এক একটা মুহূর্ত পার করছি, পৃথিবীর সাথে মায়া নামের এক অদৃশ্য শিকড় ততই জড়িয়ে পরছে। হয়ত এই মৃতু্য ভয় ছিল পৃথিবী কে ছেড়ে যাওয়ার ভয়। কিন্তু এই মৃতু্য সাপের কামরেই হোক বা ঘুমের মাঝে চলে আসুক,সময় যখন হয়ে যাবে তাকে কে আটকায়ে রাখতে পারবে। এই মায়া কি তখন আমার কোন কাজে আসবে?
এই জীবনে কত পরীক্ষা দিয়ে চলেছি। পরীক্ষা গুলো তে ভাল করার জন্য সারা বছর ধরে প্রস্তুতি চলতে থাকে।
এক,একটা নাম্বার বেশি পাওয়ার জন্য চেষ্টার শেষ থাকে না। ফলাফল কেমন হবে সে চিন্তা থাকে। কিন্তু ভুলে গিয়েছি জীবনের প্রতিটা মুহূর্ত আমি এক পরীক্ষা কেন্দ্রের মাঝে পরীক্ষা দিয়ে চলছি। শেষ ঘন্টা পরে গেলে এই পরীক্ষার ও শেষ হবে, কেন্দ্র থেকে ও বেরিয়ে যেতে হবে। এই পরীক্ষার ও কিন্তু ফলাফল দেওয়া হবে।
কিন্তু এই পরীক্ষার কথা একদম মনে থাকে না। এই পরীক্ষার ফলাফল নিয়ে কোন চিন্তাই আমার থাকে না। প্রস্তুতি নেওয়ার কথা ভুলে যাই। ভয় যদি পেতেই হয় ...ভয় পাওয়া তো উচিত ছিল প্রতিটা মুহূর্ত যে পরীক্ষা দিয়ে চলেছি তার জন্য,তার ফলাফল কেমন হবে সে জন্য??
কিন্তু কেন জানি মরতে খুব ভয় পাই???কেন জানি মৃতু্য কে ভুলে থাকতে চাই???তাড়পড়ে ও রানা দের মৃতু্য মনে করিয়ে দেয় ....মরতে হবে এটাই সত্য।
পরীক্ষা শেষর ঘন্টা পড়তে আমার সময় বাকি আর কত ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।