ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে
একজন মানুষের কাছে মা অতি প্রিয় একজন ব্যক্তি। মায়ের তুলনা কোন কিছুর সাথেই চলে না। যত বিপদই আসুক মা সন্তানকে আলগে ধরে রাখবে। নিজে কষ্ট করলেও সন্তানকে কোন কষ্ট দিবে না।
যাহোক আজ যেটি বলতে চাচ্ছি, তাহলো- আমাদের অফিসের একটি পিয়নের মা হারানো সংবাদ-
ছেলেটি এমনিতে অনেক ভাল।
কোন বকা দিলে হাসতে থাকে কোন উত্তর দেয় না। তার হাসি সুন্দর বলে কোন বকাও ভালমত দিতে পারিনা। বেচারা বৌ নিয়ে শশুরের বাড়িতে যাবে। আমাদের কাছে না বলে ছুটি নেওয়াতে তার ছুটিটা বাতিল করা হয়েছিল। হঠাৎ বাহিরের ফোন রিসিভ করে সালাম বিনিয়ের সঙ্গে সঙ্গে বুঝলাম পলাশ, তবুও সে বলতে স্যার আমি পলাশ।
আমি বললাম আপনাকে চিনতে পেরেছি (কথাটা রসিকতার সাথে বলেছি)। সে বলল স্যার আমার মা মারা গেছে। বলুনতো তখন আমার অবস্থা কি? কোন কথাই বলতে পারছিলাম না। তবুও তাকে সান্তনা দেওয়ার জন্য বললাম তোমার মাতো অসুস্থই ছিল, আল্লাহ ভাল করেছেন, তোমার আমার জন্যও ভাল হয়েছে, তিনি নিজে কষ্ট পাইতেছিলেন, তোমাদেরও কষ্ট দিতেছিল। এখন তার জন্য দোয়া কর।
আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করে।
ছেলেটার কান্না শুনে মনা একেবারেই খারাপ হয়ে গেল। আমার মা মারা গেলে আমার কি অবস্থা হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।